পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন কীর্তনখোলা নদীর ভাঙ্গন রক্ষায় যে সকল প্রকল্প চালু রয়েছে। তাতে কোন প্রকার দুর্নীতি অনিয়ম সহ্য করা হবেনা। শত ভাগ কাজ সঠিক ভাবে করতে হবে। গতকাল বরিশাল সফরের ২য় দিনে সকাল ১০টায় কীর্তনখোলা নদীর তীর বর্তী চরকাউয়া, লামছরী, আমানতগঞ্জ, বেলতলা এলাকার নদী ভাঙ্গন কবলিত জায়গা সমুহ সরেজমিনে পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী প্রায় ৩ ঘন্ট যাবৎ ঐসকল এলাকা পরিদর্শণ করেন ও স্থানীয় জনগনের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন জনগনের সমস্যা লাঘবে শেখ হাসিনার সরকার আন্তরিক। নেত্রী নিজে দেশে কোন নদী ভাঙ্গন দেখতে চান না। তাই তিনি কয়েক হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন। এগুলো বাস্তবায়ন হলে দেশে কোন নদী ভাঙ্গন থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। উল্লেখ্য কীর্তনখোলা নদী ভাঙন প্রতিরোধে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ৩৩১ কোটি টাকার নদীর তীর সংরণ ও ৫.৬ কিলোমিটার ডুবচর গ্রেজিং প্রকল্প বর্তমানে চলমান। এছাড়াও কীর্তনখোলার ভাঙনের হাত থেকে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন রায় পানি উন্নয়ন বোর্ডের ১৪০ কোটি টাকার আরো একটি প্রকল্প প্রতিমন্ত্রীর পরিদর্শন করেন।