অমিত: রাজ্য থেকে দিদিকে হটিয়ে ছাড়ব
রিপোর্টার নাম
-
আপডেট টাইমঃ
সোমবার, অক্টোবর ২৩, ২০১৭,
-
692 সংবাদটি পঠিক হয়েছে
একশো দশ দিনের ভারত ভ্রমণে বেরিয়ে এ নিয়ে দ্বিতীয় বার পশ্চিমবঙ্গে এলেন বিজেপির সবর্ভারতীয় সভাপতি অমিত শাহ। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা বন্দরের অতিথিশালায় আনন্দবাজারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গ সম্পর্কে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা। বললেন, পূর্ব উপকূলের রাজ্যগুলি দখলে এ বার বিশেষ অভিযানে নামছেন তিনি। লক্ষ্য— তেলঙ্গানা, ওডিশা ও পশ্চিমবঙ্গ। অমিত শাহ: বাংলার মানুষ ত্রস্ত। তারা পরিবর্তন চাইছে। যে সব জায়গায় রাজ্য সরকার বিরোধী মনোভাব সবচেয়ে বেশি তৈরি হয়েছে, তার মধ্যে সর্বাগ্রে বাংলা। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এ রাজ্যে প্রবল ভাবে বেড়েছে। মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুফল পাচ্ছে। সবচেয়ে বড় কথা, বাংলায় সংগঠনের দ্রুত বিস্তার হচ্ছে। মজবুত সংগঠন নিয়েই আমরা লড়াইয়ে নামব ও জিতব।সরকারি কর্মীদের ডিএ দিতে পারছেন না, বেতন কমিশন দিতে পারছেন না, এ সবও কি বিজেপির জন্য হচ্ছে? একটা কথা শুনুন। (চোয়াল শক্ত করে) ভোটের ময়দানেই দিদির সঙ্গে লড়াই হবে। দিদিকে এ রাজ্য থেকে হটিয়েই ছাড়ব।
এই পোস্টটি শেয়ার করুন...
এই ক্যাটাগরির আরো সংবাদ ...