আগামী ২ই ফেব্রুয়ারি শ্রী শান্তনু ঠাকুরের আমন্ত্রনে শ্রী ধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি আসছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর আগমনের ঘন্টা ধ্বনি বেজে উঠলো মতুয়া শ্রী ধামের মাঠে ,লাল নিশান সূর্য রশ্মির মতো অর্থাৎ শ্রী শান্তনু ঠাকুরে অগ্নিতেজসম শিখার মত উদিত হলো তাই সবাই ব্যাস্ত মন্দিরের পাসের মাঠ পরিস্কার করতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে সর্বক্ষন শ্রী শান্তনু ঠাকুরের পাশে থেকে কাজ করছেন স্বপন মজুমদার এবং তার কর্মিরা ।