কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ৫নং শাহেদল ইউনিয়নে বীরপাইকসা মৌজায় হিন্দু সম্পত্তি এক একর ৪২শতাংশ জায়গা জোরপূর্বক দখলে নিতে প্রভাবশালী ও নেতাকর্মীদের সহযোগীতায় দখলবাজ বাবুল ও আসমা বেগম ঘরনির্মানে মরিয়াহইয়া উঠেছে। তাই হিন্দু সম্পত্তি দখলবাজ ও সহযোগীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হোসেনপুর উপজেলা শাখার নেতাকর্মী ওহিন্দুসম্প্রদায়দের নিয়ে আজ এক প্রতিবাদ সভা আয়োজন করে ।