নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামের কালি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জালাল তালুকদারের ছেলে ১) এয়ামিন এর নেতৃত্বে ২) সাহিকুল (২৪)পিতা:খোর্শেদ মিয়া ৩) সুরাফ মিয়া (২৫) পিতা: সাবদিল মিয়া। সর্ব সাং বড়খাপন কালী মন্দিরে ভাংচুর করে। হিন্দু মহাজোট অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবী করেছে।