মঞ্জু_রানী (৩০) নামের এক সংখ্যালঘু গৃহবধূর চোখ উৎপাটনের চেষ্টা করা হয়েছে। আজ সোমবার দুপুরে বাউফলের দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত ওই গৃহবধূকে বরিশাল শেরে–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, মঞ্জু রানীর ভাই অমল কৃত্তনিয়ার সাথে জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে প্রতিবেশি কাঞ্চন খলিফার ছেলে দুলাল খলিফার বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুর ১২টার দিকে দুলাল খলিফা ও তার স্ত্রী রুনু বেগম ওই বাড়ি থেকে লাকড়ি নিয়ে যাওয়ার সময় মঞ্জু রানী বাধা দেয়। এতে ক্ষুদ্ধ হয়ে দুলাল খলিফা তাকে লাঠি দিয়ে এলোপতাড়ি ভাবে পেটাতে থাকে। একপর্যায় তার স্ত্রী রেনু বেগম মঞ্জু রানীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয়।
এরপর দুলাল খলিফা একটি বাঁশের সুচারু কঞ্চি দিয়ে মঞ্জু রানীর ডান চোখ খুচিয়ে উপরে উপরে ফেলার চেষ্টা করে। এসময় ডাক চিৎকার শুনে মঞ্জু রানীর মা মনিকা রানী বড় ভাইর স্ত্রী শিপ্রা রানী এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। ঘটনার সময় বাড়িতে কোন পুরুষ লোক ছিলনা। তারা ওই সময় কালাইয়া হাটে ছিলেন।