নেহা বিশ্বাস
কোকিল ডাকা রোদ ঝলমলে
আজ দুপুরে
কটাক্ষহীন অকৃত্রিম
তোমার মুখের হাসিতে
মোন বেচারা,বড্ড বেহায়য়া
পাষান বেদির বাঁধন ভেঙে
দাবানলের মত
অতীত পানে ধায়।
কত হাসি,সুখ স্মৃতি
কত গান গল্প আর
বাবুই পাখির বাসার মত
বোনা স্বপ্ন,
সাজানো ছিলো
থরেথরে অল্প অল্প,
স্নেহ মমতার মহা সমুদ্র
আর আপন জনের প্রাচুর্য,
হায়! সেদিন আজ কোথায়?
স্বার্থান্বেষীর কালো ঝড়ে
ভেঙে গেলো এক নিমেষে
সাজানো স্বর্গ।
বুঝলাম নির্মম বাস্তবতায়
আজ আমি আপন নইতো কারো
কেউ আমার নয়।
হৃদয় মাঝারে জমা
লোহিত অশ্রু কালান্তরেও
হবে না ক্ষয়।
বুকের গভীরে গুপ্ত কুঠিরে
লুকানো হাড় ভাঙা যাতনা
নায়াগ্রা জলপ্রপাত ন্যায়,
প্লাবিত করে নয়ন কুল।
স্নেহ কাঙাল বেহায়য়া মোন
তোমার স্নেহমাখা ডাকে
ফেরে বাস্তবতায়।
দেখে তোমার মুখের হাসি
সিক্ত হলো যেন
তপ্ত মরুভূমি।