বেজিং: ভারতের সঙ্গে একাধিক আলাপ-আলোচনার মাধ্যমেই ডোকলাম সমস্যার সমাধান হয়েছে বলে চিনের পিপলস লিবারেশন আর্মির পক্ষ থেকে দাবি করা হয়েছে। চিনের কমিউনিস্ট পার্টির ১৯ তম কংগ্রেস অধিবেশনে পিপলস লিবারেশন আর্মির পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে চিনের সেনা আধিকারিক লিউ বলেন, ডোকলাম সমস্যার সমাধানের জন্য সেনাবাহিনী এবং চিনা সরকারের বেশ কয়েকজন মন্ত্রী নিবিরভাবে ভারতের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে গিয়েছিলেন। ডোকলামের শান্তিপূর্ণ সমাধানের পেছনে চিনের বিশেষ অবদান ভোলার নয় বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন চিনের সার্বভৌমত্ব রক্ষার্থে চিনের পিপলস লিবারেশন আর্মি সদা তৎপর।
উল্লেখ্য এবছরের জুন মাসে ডোকলামে চিনের রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে চিন এবং ভুটানের মধ্যে বিরোধ শুরু হয়। ভুটানের হয়ে এই বিরোধের যোগদান করে ভারত। প্রায় ৭৩ দিন ভারতীয় সেনা চিনা বাহিনীর সঙ্গে মুখোমুখি দাঁড়িয়েছিল। গোটা বিশ্বের নজর ছিল ডোকলামের দিকে। পরে যদিও এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান হয়। এবং দুই তরফের সেনাই তাদের বাহিনী প্রত্যাহার করে নেয়।
