মানসী দীক্ষিত হত্যাকাণ্ড বিষয়ে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে। সেখানে দাবি করা হয়েছে, ফটোগ্রাফারের যৌন সম্পর্কের প্রস্তাবে রাজি না হওয়ায় খুন করা হয়েছে এই উঠতি মডেলকে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কাজের সুবাদে সৈয়দ মোজাম্মিল নামের ওই ফটোগ্রাফারের সাথে পরিচয় হয় মানসী দীক্ষিতের। ২০১৮ সালের ১৫ অক্টোবর ফটোশুটের কথা বলে মানসীকে নিজের বাড়িতে ডেকে পাঠায় মোজাম্মিল।
সেখানে ছবি তোলার এক পর্যায়ে যৌন সম্পর্কের প্রস্তাব দেয় সে। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় মানসীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ফটোগ্রাফার মোজাম্মিল।
দাবি করা হয়, বাকবিতণ্ডার এক পর্যায়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যায় মোজাম্মিল। এ সময় ভারী কাঠের টুকরো নিয়ে মানসীর মাথায় আঘাত করে সে। এরপরেই জ্ঞান হারান ওই তরুণী।
অভিযোগ করা হয়, জ্ঞান হারানোর পরও মানসীকে ধর্ষণের চেষ্টা করে মোজাম্মিল। এরপর গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করার পর মানসীর লাশ ব্যাগে ভরে রাস্তার ধারে ফেলে পালিয়ে যায় সে।
উল্লেখ্য, মানসী হত্যাকাণ্ডের দায়ে ইতোমধ্যেই মোজাম্মিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।