ধর্ষণের শিকার হয়ে নিহত জাকিয়া সুলতানা রূপার ছোট বোন পপি খাতুনকে চাকরির নিয়োগপত্র দেয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্ত প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে অফিস সহকারী পদে নিয়োগ পেয়েছেন পপি। আগামী ১৫ নভেম্বর তাকে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
মঙ্গলবার এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে অফিসে পপির হাতে নিয়োগপত্র তুলে দেন কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির।
গত ১ সেপ্টম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের তাড়াশে ধর্ষণের শিকার হয়ে নিহত রূপার বাড়িতে গিয়ে তার ছোট বোনকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেন এবং তার বায়োডাটা গ্রহণ করেন।
রূপার বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা তিন বোন, দুই ভাই। গত ২৫ আগস্ট টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যার শিকার হন রূপা।