পাকিস্তানের ৭০ খুনের এক আসামিকে হাঙ্গেরিতে গ্রেফতার করা হয়েছে। ৪২ জন অবৈধ অভিবাসীর একটি দলের সঙ্গে হাঙ্গেরি থেকে অস্ট্রিয়ায় প্রবেশের চষ্টোকালে হাঙ্গেরির দক্ষিণাঞ্চলের সীমান্ত থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।
অস্ট্রিয়ার পুলিশ তাকে গ্রেফতারের খবর জানিয়েছে। পাকিস্তানে ‘প্রায় ৭০টি চুক্তিভিত্তিক খুনের’ অভিযোগে অভিযুক্ত ৩৫ বছর বয়সী আতিফ জেড নামের এই যুবক একজন পেশাদার খুনি।
এ কারণে সে ‘পাকিস্তানি কসাই’ হিসেবে পরিচিত। এএফপি জানায়, বহু খুনের এই আসামিকে গ্রেফতারের জন্য পাকিস্তান একটি আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করে।
ইন্টারপোলের তালিকায় ছিল তার নাম। অবশেষে হাঙ্গেরি-অস্ট্রিয়া সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়।
অস্ট্রিয়ান ফেডারেল ক্রিমিনাল বু্যরো এক বিবৃতিতে জানায়, অভিবাসীদের ওই দলটিকে অস্ট্রিয়ায় পাচারের চষ্টো করা হচ্ছিল। এ পাচারের সঙ্গে জড়িত ছিল সে।