ব্র্যান্ড ভ্যালুতে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে টপকে গেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
ফোর্বস সাময়িকীর তালিকা অনুযায়ী প্রথম দশ বিশ্বখ্যাত অ্যাথলেটদের মধ্যে সাত নম্বরে আছেন কোহলি। অন্যদিকে দুই ধাপ পরে অর্থাৎ নয় নম্বরে আছেন মেসি।
তালিকায় বিশ্বের সব থেকে বেশি ব্র্যান্ড ভ্যালু অর্জনকারী ক্রীড়াবিদ হিসেবে রাখা হয়েছে সুইডেনের টেনিস তারকা রজার ফেদেরারকে। দ্বিতীয় স্থানে আছেন বাস্কেট বল তারকা লিব্রোন জেমস।
ফোর্বসের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ‘বিশ্বের দ্রুততম মানব ’ উসেইন বোল্ট।
এছাড়াও পর্তুগাল তারকা রোনাল্ডো (চার), গলফ তারকা ররি ম্যাকলরয় (আট) ও বাস্কেট বল তারকা স্টিফেন কারি (দশ) প্রথম দশে জায়গা করে নিয়েছেন।
মার্কেটিং বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, মহেন্দ্র সিং ধোনির থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব বিরাটের কাঁধে আসতেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন তিনি।
বিশ্ব ব্র্যান্ডের জরিপে গত বছরই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাহিকে ছাপিয়ে গিয়েছিলেন ২৮ বছর বয়সী বিরাট। গত বছরের তুলনায় এ বছর ২০%-২৫% জনপ্রিয়তা বেড়েছে ক্যাপ্টেন কোহলির।
সূত্র: হিন্দুস্তান টাইমস