২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৯

কেটে গেলে ভুলেও লাগাবেন না তুলো! কেন জেনে নিন ?

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, অক্টোবর ২৮, ২০১৭,
  • 655 সংবাদটি পঠিক হয়েছে

নিশ্চয় কেটে গেলে বা ছড়ে গেলে রক্ত মুছতে তুলো ব্যবহার করেন? তুলো লাগে ক্ষতস্থানে ওষুধ লাগাতেও? তবে জানেন কি বলছেন চিকিৎসকরা? তাঁদের কথায়, সাবধান, কেটে গেলে ক্ষতস্থানে ভুলেও তুলো ব্যবহার করবেন না।

কেন জানেন? জেনে নিন এর কারণ 
কারণ, তুলো থেকেই নাকি ইনফেকশনের সম্ভাবনা প্রবল। হ্যাঁ ঠিকই শুনেছেন। সাম্প্রতিক, এক গবেষণা বলছে, কেটে-ছড়ে গেলে ক্ষতস্থানে তুলো দেওয়া উচিত হবে না। এতে ঘটতে পারে বড় বিপদ। ক্ষতস্থানে তুলো দিলে তুলোর রোঁয়া আটকে যায়।

অনেক সময়ই ক্ষতস্থান থেকে এগুলো আলাদা করা যায় না। চিকিৎসকদের দাবি, ওই রোঁয়া থেকে ইনফেকশনের সম্ভাবনা তৈরি হয়। কারণ, বেশিরভাগ সময়ই দেখা যায়, খোলা জায়গায় রাখা থাকে তুলো। যা ব্যবহার করার পর তার মুখও ঢাকা থাকে না। সেই নোংরা তুলো ক্ষতস্থানে দিলেই বিপদ। ইনফেকশনের সম্ভাবনা।

এখন প্রশ্ন, তাহলে উপায়?
চিকিৎসকরা বলছেন, কেটে-ছড়ে গেলে প্রথমে ক্ষতস্থানটা জল দিয়ে ধুয়ে নিতে হবে। সম্ভব হলে বরফও দেওয়া যেতে পারে। এতে রক্তক্ষরণের পরিমাণ কিছুটা কমে। আর তাই রক্ত মুছতে তুলোর বদলে সার্জিক্যাল গজ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

এরপর ক্ষতস্থানে ওষুধ লাগাতে হবে। ঘরে থাকলে জায়গাটা খোলা রাখার পরামর্শ। বাইরে গেলে ব্যান্ডেড বা ব্যান্ডেজ বাঁধার পরামর্শ। শুধু বাড়িতে প্রাথমিক চিকিৎসক নয়। বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি বলে মত চিকিৎসকদের

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »