নরসিংদীর শিবপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে আজিজা খাতুন নামে এক কিশোরীকে পুড়িয়ে ‘হত্যার’ ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
নিহতের বাবা আবদুস সাত্তার জানান, কয়েকদিন আগে আজিজার চাচী বিউটি বেগমের একটি মোবাইল হারিয়ে যায়। এ ঘটনায় প্রথম থেকেই তাকে সন্দেহ করা হচ্ছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় তাকে হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন চাচী। রাতেই তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, আজিজাকে তার চাচি পুড়িয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন তার বাবা। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।
(বিস্তারিত আসছে…)