৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫২
ব্রেকিং নিউজঃ
আদিবাসী ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার “বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশের গর্ব ঋতুরাজ ভৌমিক হৃদ্য” রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সিনিয়র সহ সভাপতি হলেন দেশ সম্পাদক সুমন হালদার বিশ্বে নেতৃত্বের ভূমিকা নিতে যাচ্ছে ভারত : হর্ষ বর্ধন শ্রিংলা আজ ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস । কৃত্বিতে খ্যাতি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন মুন্সী আব্দুল মাজেদঃ ঝুমন দাশের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন : এক হিন্দুকে বাদী করতে চেয়েছিলেন শাল্লার ওসি আফগানিস্থানে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলা : নিহত ১৯ টাঙ্গাইলের মধুপুরে হিন্দু যুবককে কুপিয়ে আহত করে জাহেদুল

শনির রাশিচক্রে কোনদিকে ঘুরছে আপনার ভাগ্যের চাকা?

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, অক্টোবর ২৮, ২০১৭,
  • 558 সংবাদটি পঠিক হয়েছে

মেষ: আপনার আজকের দিনটি মধ্যম। পিঠের ব্যথায় কষ্ট হতে পারে । কর্মক্ষেত্রে আপনার অভিনবত্বের ছাপ রাখুন । সৌন্দর্য্য ও প্রসাধনী দ্রব্যের ব্যবসায়ে যুক্ত ব্যক্তিরা অর্থ বিনিয়োগ করুন । প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সফলতা পাবেন । শুভ রং – লাল, শুভ সংখ্যা – ১।

বৃষ: আপনার আজকের দিনটি মধ্যম । অপ্রিয় কোনও কথা আজ না বলাই ভাল । সময়োচিত সিদ্ধান্ত ও বুদ্ধিমত্তার দ্বারা ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত কার্যকর হতে পারে । বিদ্যার্থীরা স্মৃতি বিভ্রমের দরুন শুভ ফল পাবেন না । শুভ রং – সাদা,শুভ সংখ্যা – ৪।

মিথুন: আপনার আজকের দিনটি মধ্যম । গুরুজনের শারীরিক অসুস্থতায় সমস্যা হতে পারে । গৃহবাড়ি নির্মাণ নিয়ে প্রিয়জনের সাথে কোনও পরিকল্পনা করতে পারেন । কর্মের কারণে দূর ভ্রমণের যোগ ।শুভ রং – হলুদ শুভ সংখ্যা – ৭।

কর্কট: আপনার আজকের দিনটি শুভাশুভ মিশ্রিত । মানসিক অস্থিরতার কারণে অনিদ্রাজনিত সমস্যা আসতে পারে । পরিচিত জনের কারসাজিতে প্রতারিত হওয়ার যোগ । সৃষ্টি জগতের সাথে যুক্ত থাকলে সফলতা পাবেন । শুভ রং – গোলাপী, শুভ সংখ্যা – ৪।

সিংহ: আপনার আজকের দিনটি শুভ । পারিবারিক কোনও সমস্যা সমাধানে বন্ধুর সক্রিয় সহযোগিতা পাবেন । যাঁরা কোনওপ্রকার পার্টনারশিপ ব্যবসার কথা ভাবছেন তারা পার্টনারের সাথে আলোচনা করতে পারেন । শুভ রং – হলুদ, শুভ সংখ্যা – ২।

কন্যা: আপনার আজকের দিনটি মধ্যম । অতিরিক্ত উচ্চাশা বিপত্তির সৃষ্টি করবে । যানবাহন ও ফিনান্সিয়াল সংক্রান্ত কর্মে নিযুক্ত থাকলে শুভ ফল পাবেন । কর্মক্ষেত্রে কোনও রকম শত্রুতা থেকে সাবধান থাকুন । কারিগরি বিদ্যার প্রশিক্ষণে যুক্ত থাকলে বাড়তি উপার্জনের যোগ । শুভ রং – সাদা, শুভ সংখ্যা – ৪।

তুলা: আপনার আজকের দিনটি মধ্যম । কানের কোনও সমস্যায় ভুগতে হতে পারে । কোনও বিষয়ে অতিরিক্ত আশাবাদী হবেন না । আজ কোনও আটকে থাকা অর্থের প্রাপ্তি ঘটতে পারে । শুভ রং – সাদাশুভ সংখ্যা – ৫।

বৃশ্চিক: আপনার আজকের দিনটি শুভ । ঠাণ্ডাজনিত সংক্রমণ থেকে সাবধান থাকুন । সকলক্ষেত্রে বুঝেশুনে চলার দিন । তাই গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত আজ না নেওয়াই ভাল । কনস্ট্রাকশন বা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনও কর্মে নিযুক্ত থাকলে বাড়তি উপার্জন লাভের যোগ । শুভ রং – কমলা, শুভ সংখ্যা – ৪।

ধনু: আপনার আজকের দিনটি শুভাশুভ মিশ্রিত । আত্মবিশ্বাস ও মানসিক বলই আজ আপনাকে এগিয়ে নিয়ে যাবে । অভিনয় বা চারুকলা জগতের সাথে যুক্ত ব্যক্তিরা কর্মে সফলতা পাবেন । শুভ রং – হলুদ, শুভ সংখ্যা – ১।

মকর: আপনার আজকের দিনটি মধ্যম । বাতজ ব্যথায় কষ্ট হতে পারে । সকল ক্ষেত্রে আজ নিরপেক্ষ মত প্রদান করুন । খাদ্যদ্রব্যের সাথে যুক্ত ব্যবসায়ে অর্থ বিনিয়োগে লাভবান হবার যোগ । শুভ রং – কমলা, শুভ সংখ্যা – ৭।

কুম্ভ: আপনার আজকের দিনটি মধ্যম । পায়ের হাড় বৃদ্ধির সমস্যায় হাঁটা চলায় অসুবিধা হতে পারে। বিদ্যার্থীরা নিজ কৃতিত্বের সম্মান পাবেন । পারিবারিক কোনও সমস্যা সমাধানে গুরুজনের পরামর্শকে কাজে লাগান । শুভ রং – সাদা, শুভ সংখ্যা – ৬।

মীন: আপনার আজকের দিনটি মধ্যম । মানসিক স্থিরতা থেকে সকল সিদ্ধান্তগুলি নিন । কর্মক্ষেত্রে আপনার দক্ষতার মূল্য না পাওয়ায় হতাশা বাড়তে পারে । বহুদিনের কোনও সম্পর্কে সমস্যা আসতে পারে । শুভ রং – কমলা, শুভ সংখ্যা

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »