বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা-ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বরিশালে আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর যুবদল ও জেলা ছাত্রদল। এর মধ্যে ছাত্রদলের মিছিল থেকে ছয় জনকে আটক করেছে পুলিশ। বরিশাল কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন খাসকেল এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রবিবার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের প্রতিবোদ সমাবেশ করে মহানগর যুবদল। সংগঠনের সহ-সভাপতি কামরুল হাসান রতনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সহ-সভাপতি মনিরুল আহসান মনির প্রমুখ।প্রতিবাদ সমাবেশ শেষে মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ। পরে দরের নেতাকর্মীরা মিছিল ঘুরিয়ে দলীয় কার্যলয়ের সামনে ফিরে গিয়ে তা শেষ করেন।
এদিকে, একই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকালে বরিশাল নগরীর সদর রোডে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল। এসময় মিছিল নিয়ে বগুড়া রোড থেকে সদর রোড হয়ে দলীয় কার্যালয়ের দিকে আসছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন। মিছিলটি সদর রোড পার হওয়ার সময় পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করে দিয়ে ছাত্রদল নেতা তারিক আল ইমরান, রমজান আলী রাজিব ও আল আমিন মৃধাসহ ছয় জনকে আটক করে।বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন অভিযোগ করে বলেন, এসময় পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন ছাত্রদলকর্মী আহত হয়েছেন।
বরিশাল কোতোয়ালি থানার এসআই সত্যরঞ্জন খাসকেল বলেন, ‘মিছিলের নামে মূল সড়কে উঠে ছাত্রদলের নেতাকর্মীরা জননিরাপত্তায় বিঘ্ন ঘটায়। ওই সময় ঘটনাস্থল থেকে তাদের সরিয়ে হয় এবং ছয় জনকে আটক করা হয়।’ তবে লাঠিচার্জের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।