গত ১৩/১০/১৭ইং দেবীদ্বার সেবা হাসপাতালে সিজারের মাধ্যমে জন্মনেয়া দুমাথা বিশিষ্ট শিশুটি আজ রবিবার মৃত্যু বরন করেছে। গতকিছু দিন সুস্থ থাকলেও গতকাল সকালে থেকে শিশুটি হঠাৎ অসুস্থ হলে আজ সকালে তাকে দেবীদ্বার হাসপাতালে আনা হয়। অসুস্থ শিশুটিকে হাসপাতাল থেকে বাঙ্গরা বাড়ীতে নেয়ার পথে মুখ দিয়ে সাদা ফেনা জাতীয় লালা বেরুতে থাকে। এর কিছুক্ষণ পর রাস্তায়তেই তার মৃত্যু হয় বলে জানায় শিশুটির মা। বাঙ্গরা থানার সিমানার পাড় গ্রামের ওমান প্রবাসী সাদ্দাম হোসেনে স্ত্রীর সিজারের মাধ্যমে শিশুটিকে জন্ম দেয়ার পরই বিভিন্ন মিডিয়ায় ফলাও করে সংবাদ টি প্রচার হয়