আজ মঙ্গলবার ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহা (রায় বাহাদুরের) ১২১ তম জন্ম জয়ন্তী। এ উপলক্ষে তার নিজ গ্রাম টাঙ্গাইলের মির্জাপুর ও তার সেবাধর্মী প্রতিষ্ঠান কুমুদিনী কমপ্লেক্স, নারী জাগরণের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা ও নির্বাহী পরিচালক রাজিব প্রসাদ সাহা এবং কুমুদিনী কল্যাণ সংস্থার অন্যতম পরিচালক একুশে পদক প্রাপ্ত প্রিন্সিপাল প্রতিভা মুত্সুদ্দি জানান, দানবীর রণনা প্রসাদ সাহা ১৮৯৬ সালে মির্জাপুর গ্রামে এক দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্র নাথ পোদ্দার এবং মায়ের নাম কুমুদিনী দেবী। প্রচুর সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তিনি সেগুলো নিজের ও পরিবারের কাজে ব্যয় করেননি। দেশ ও দেশের মানুষের জন্য দান করে যান।
তিনি মির্জাপুরে সেবার জন্য প্রথমে গড়ে তোলেন কুমুদিনী হাসপাতাল। এরপর নারী শিক্ষার জন্য ভারতেশ্বরী হোমস, নার্সিং স্কুল, নারায়ণগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান, মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ, টাঙ্গাইল কুমুদিনী মহিলা কলেজ, মির্জাপুর মহাবিদ্যালয় (বর্তমানে এটি মির্জাপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ), মির্জাপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয় (বর্তমান নাম মির্জাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়) ও মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় শিক্ষা বিস্তারের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলেন।