৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৯:৩০

নৌযান শ্রমিক ধর্মঘটে অচল বরিশাল নদী বন্দর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০১৯,
  • 270 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল : ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে বরিশালের সকল রুটের নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে। নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সারাদেশের ন্যায় সোমবার রাত ১২টার পর থেকে বরিশালেও ধর্মঘট পালন করা হচ্ছে। ফলে মঙ্গলবার সকাল থেকে অভ্যন্তরীন রুটে বরিশাল নদী বন্দর থেকে কোন নৌযান ছেড়ে যায়নি। বরং যাত্রীবাহী লঞ্চগুলো টার্মিনাল থেকে সরিয়ে নদীর মাঝখানে নোঙর করে রাখা হয়েছে।

নৌযান শ্রমিকদের ধর্মঘটের ফলে ভোগান্তিতে পরেছেন দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রীরা। বিশেষ করে বরিশাল থেকে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌযান বন্ধ থাকায় বরিশাল-ভোলা, বরিশাল-মজুচৌধুরীরহাট ও বরিশাল-মেহেন্দিগঞ্জ রুটের যাত্রীদের ভোগান্তির শেষ নেই।

নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল আঞ্চলিক কমিটির সভাপতি আবুল হাসেম বলেন, সারাদেশে শ্রমিকদের নিয়োগপত্র, সার্ভিস বুক, পরিচয়পত্র, শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করণ, খাদ্যভাতা ফ্রি, প্রভিডেন্ট ফান্ড, ভারতগামী জাহাজের ল্যান্ডিং পাশ, জাহাজে কর্মরত অবস্থায় মৃত্যু হওয়া শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপুরন, নৌ-পথে চাঁদাবাজি, সন্ত্রাসী ও ডাকাতি বন্ধ, পরীক্ষা বোর্ড মেরিন কোর্টের দুর্নীতি ও হয়রানী বন্ধ এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনাসহ ১১ দফা দাবীতে নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে।

এ ধর্মঘটের কারনে বরিশাল থেকে যাত্রী বা মালবাহী কোন নৌযান চলাচল করেনি। বরিশাল নদী বন্দর থেকে প্রতিদিন ১৩টি অভ্যন্তরীন রুটে বেসরকারী নৌযান চলাচল করে কিন্তু ধর্মঘটের কারনে একটি নৌযানও ছেড়ে যায়নি। অভ্যন্তরীন ও দুরপাল্লার যাত্রীবাহী ও মালবাহী নৌ-যান কীর্তনখোলা নদীর মাঝে ও অপরপ্রান্তে নোঙর করে রাখা হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলেও জানিয়েছেন নৌযান শ্রমিক ফেডারেশনের ওই নেতা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »