পাকিস্তানের ইসলামাবাদ শহরে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ইসলামাবাদ পুলিশ সোমবার সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। খবর ডনের।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারা কাহু অঞ্চলে এই পাশবিক ঘটনা ঘটেছে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ঘটনার দিন সকালে ওই শিশু তার দাদীর বাসায় যায়। কিছুক্ষণ পর তার মা তাকে তার দাদীর বাসায় খুঁজতে এলে খুঁজে পায় না।
এরপর ওই শিশুটি কাঁদতে কাঁদতে দার দাদীর বাসার পাশের এক বাড়ি থেকে বের হয়ে আসে।
এরপর ওই শিশুর দাদী, তার নাতনি যেখান থেকে বের হয়ে আসে সেখানে গেলে দেখেন এক ব্যক্তি তার বাথ রুমে লুকিয়ে আছে।দরজায় কড়া দিলে ওই ব্যক্তি বলে ‘আমি কিছু করিনি’।
শিশুটির মা জানায়, তার মেয়ের কাপড়ে রক্ত লেগে ছিল।
ইতিমধ্যে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ওই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালে আছে।