বুথ চত্বরে গুলি ছোঁড়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আজ ভোট চলাকালীন জলপাইগুড়ির ঘুঘুডাঙ্গা এলাকার কালীবাড়ি সতীশচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ১৭/২৪৩ নম্বর বুথে ওই ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিজেপির।
বিজেপির সদর দক্ষিণ মন্ডলের সহ-সভাপতি লক্ষ্মী সরকার অভিযোগ করে জানিয়েছেন, এদিন ঘুঘুডাঙ্গার ওই বুথে শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ পর্ব চলছিল। কিন্তু দুপুরের দিকে ১০-১২ জন তৃণমূল কর্মীরা ওই বুথে গিয়ে শূন্যে ৩ রাউন্ড গুলি চালিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। এছাড়াও প্রিসাইডিং অফিসারকে মারধর ও পুলিশ কর্মীদের উপর হামলার চালায় বলে অভিযোগ।
যদিও গুলি চালানো ও মারধোর করার খবর অস্বীকার করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের কর্মকর্তারা।