৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৭

মহিলা ভোটারদের ভোট প্রদানে বাধা দিল তৃণমূল গুন্ডাবাহিনী! পশ্চিম বঙ্গ পুলিশবাহিনী।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০১৯,
  • 298 সংবাদটি পঠিক হয়েছে

প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে রাজি নয় নির্বাচন কমিশন(Election Commission)। দ্বিতীয় দফায় যার কুফল ভুগতে শুরু করেছে রাজ্যের সাধারণ মানুষ। যে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দেয়নি নির্বাচন কমিশন সেখানেই শুরু হয়েছে TMC তথা তৃণমূলের গুন্ডাবাহিনীর গুন্ডামি! এমনই খবর সামনে আসছে মিডিয়ার সূত্রে। বৃহস্পতিবার দিন ভোটপ্রদান শুরু হতে না হতেই শিলিগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের খবর সামনে আসতে শুরু হয়েছে। দার্জিলিং লোকসভা  অন্তর্ভুক্ত চোপড়ার একাধিক বুথে তৃণমূলের গুন্ডাবাহিনী ভোটারদের বাধা দিতে শুরু করেছে বলে অভিযোগ সামনে আসছে। দ্বিতীয় দফায় এমন গন্ডগোল ও গুন্ডাদের দাপট নিয়ে রিপোর্ট চেয়েছে নিবার্চন কমিশন। অবশ্য এখন রিপোর্ট চাওয়া ছাড়া আর কিছু করারও নেই কমিশনের। কারণ রাজ্যের প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে তৃণমূল আশ্রিত গুন্ডারা ভোটারদের উপর অত্যাচার করবেই। চোপড়ার ১৮০ নাম্বার বুথে তৃণমূলের গুন্ডাবাহিনী মহিলা ভোটারদের ভোট প্রদান করতে বাধা দেয় বলে অভিযোগ সামনে এসেছে। ভোটার স্লিপ কেড়ে নিয়ে মহিলা ভোটারদের মারধর করা হয় একই সাথে বৃদ্ধদেরও ভয় দেখায় তৃনমূল কংগ্রেস এর গুন্ডাবাহিনী। নির্বাচন কমিশন জানিয়েছে যে তারা প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী না দিলেও রাজ্যপুলিশ নিযুক্ত করেছে। তবে রাজ্যপুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না তার সরাসরি অভিযোগ তুলেছেন সাধারণ ভোটাররা।

এই ইস্যুতে নৈনিতাল কলোনি বাসস্টান্ডে সাধারণ ভোটার ও পুলিশের মধ্যে বচসা বেঁধে যায়। সাধারণ ভোটাররা জানিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া তারা ভোট দেবেন না। সকাল থেকে তৃণমূল গুন্ডাবাহিনী বুথ দখল করে ভোটারদের মারধর করেছে যেখানে পুলিশ নিশ্চুপ ছিল, তাই তারা নির্বাচন বয়কট করবেন বলে বিক্ষোপ দেখিয়েছেন। ভোটাররা জানিয়েছেন, তাদেরকে লাইন থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে, মারধর করে ভয় দেখানো হয়েছে।

রায়গঞ্জের সাহাপুর পঞ্চায়েত এলাকায় একই ধরণের ঘটনা লক্ষ করা গেছে। দার্জিলিং লোকসভার কুমলাই থেকেও TMC এর সন্ত্রাস এর খবর সামনে এসেছে। সেখানেও TMC এর গুন্ডাবাহিনী সাধারণ ভোটারদের ভোট প্রদানে বাধা দিয়েছে বলে খবর। বড় সংখ্যায় পুলিশ বাহিনী এসেও গুন্ডাবাহিনীর বিরুদ্ধে একশন নেয়নি বলে অভিযোগ। গোলাম রব্বানির ভাই গোলাম রাসূলের নেতৃত্বে জিহাদি কার্যকলাপ চলছে বলে অভিযোগ। দাবি, শ্রীপুর বুথেও গোলাম রাসূলের গুন্ডাবাহিনী মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে। যদিও তৃণমূল(trinamool) এই অভিযোগ অস্বীকার করেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »