নিখোঁজ তরুণ সাংবাদিক উৎপল দাসের ২৯তম জন্মদিন ছিল সোমবার। কিন্তু কেকের বদলে তার জন্মদিনে বন্ধু–সহকর্মীরা মোমবাতি হাতে অশ্রুসজল চোখে নিখোঁজ এই সাংবাদিকের সন্ধান চেয়েছেন।
সোমবার রাতে রাজধানীর কারওয়ানবাজারে ২৯টি মোমবাতি হাতে উৎপলের সন্ধান চেয়ে এ আয়োজনে যোগ দেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। এসময় বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও ইলিয়াছ খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মোরসালীন নোমানী প্রমুখ।