সোমবার রাজ্যে চারটি জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বাওড়ার উলুবেড়িয়ে, বীরভূমের রামপুরহাট, নদীয়ার কৃষ্ণনগর এবং বর্ধমানে সভা করবেন অমিত৷ প্রসঙ্গ, মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচনের দিন আসানসোলে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বুধবার আবার মোদীর সভা৷ এবার নদীয়ার রাণাঘাট এবং বীরভূমের বোলপুরে সভা করবেন তিনি৷ শনিবারই বালুরঘাটের বুনিয়াদপুরে জনসভা করে গিয়েছেন মোদী৷ মঞ্চ থেকে বেনদির আক্রমণ শাণিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে৷
সোমবার হাওড়ার উলুবেড়িয়ায় বিজেপি প্রা্থী জয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ইন্ডিয়ান ওয়েলের মাঠে জনসভা করবেন মোদী৷ সকাল ১১টায় ওই জনসভা শেষ হওয়ার পর বীরভূমের গুণপুরে জনসভা করবেন অমিত শাহ৷ অনুব্রত মণ্ডলের গড় থেকে সভা সেরে কৃষ্ণনগর মাঠে জনসভা করতে যাবেন অমিত শাহ৷ কৃষ্ণনগর থেকে বর্ধমানের উৎসব মাঠে জনসভা করতে যাবেন অমিত৷
দক্ষিণবঙ্গে তৃতীয়দফার নির্বাচনের আগে মোদী-শাহর জনসভা আরও বাড়বে রাজ্যে – জানিয়েছে বিজেপি৷ বিজেপি নেতা এবং কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী রাহুল সিনহার মতে, সবে তো ‘কার্পেট বম্ববিং’ শুরু হয়েছে৷ রাজ্য বিজেপির বক্তব্য, লোকসভা নির্বাচন পর্ব যত এগোবে, বিজেপির স্টার ক্যাম্পেনারদের প্রচার বাড়বে রাজ্যে৷
পশ্চিমবঙ্গে সাতদফা ভোট পর্বের প্রতিদিনই বিজেপির ‘স্টার ক্যাম্পেনার’রা প্রচার করবেন৷ ভোট চলাকালীন সেই কেন্দ্রে থেকে দূরের কোনও কেন্দ্রে ওই নেতারা প্রচার করবেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ থেকে রাজনাথ সিং – নির্বাচনের দিনগুলিতে রাজ্যে উত্তপ্ত ভাষণ দিতে আসছেন বিজেপি নেতারা৷