পাকিস্তানের হাই কমিশনারকে তলব
রিপোর্টার নাম
-
আপডেট টাইমঃ
মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০১৭,
-
495 সংবাদটি পঠিক হয়েছে

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা একটি ভিডিওকে কেন্দ্রে করে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।পাকিস্তানের হাই কমিশনার রাফিউজ্জামান সিদ্দিকী মঙ্গলবার বিকালে ওই তলবে হাজির হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্র সচিব (বাইলেটারাল ও কনস্যুলার) কামরুল আহসানের সঙ্গে দেখা করেন বলে কর্মকর্তারা জানান। সম্প্রতি পাকিস্তান অ্যাফেয়ার্স নামে একটি ফেইসবুক পেইজ থেকে ১৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে বলা হয়,‘ শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক’।ঢাকায় পাকিস্তান হাইকমিশন গত বৃহস্পতিবার তাদের ফেইসবুক পেইজে ওই ভিডিও শেয়ার করে বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে খবর আসে। পরে এ নিয়ে আলোচনা শুরু হলে হাই কমিশনের ফেইসবুক পেইজ থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয় বলে গণমাধ্যমের তথ্য।
এই পোস্টটি শেয়ার করুন...
এই ক্যাটাগরির আরো সংবাদ ...