২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ২:১০

আমাদের চিকিৎসকরা যদি আন্তরিকভাবে সেবা দেন তাহলে দেশে চিকিৎসক সংকট আছে বলে মনে হবে না—পানি সম্পদ প্রতি মন্ত্রী শামীম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, এপ্রিল ২১, ২০১৯,
  • 354 সংবাদটি পঠিক হয়েছে


শামীম আহমেদ ॥

পানি সম্পদ প্রতি মন্ত্রী ও বরিশাল সদর সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেছেন, আমাদের চিকিৎসক ও সেবিকার একটু আন্তরিকভাবে সেবা দেন তাহলে দেশে চিকিৎসক সংকট আছে বলে মনে হবেনা।

বরিশালে একটি চক্ষু হাসপাতাল নির্মাণের পাশাপাশি বরিশাল সদর হাসপাতালকে দৃষ্টি নন্দন হাসপাতালে পরিনত করা হবে।

তিনি বলেন বরিশাল শহরে থাকবে না কোন সন্ত্রাস,মাদক ব্যবসায়ী ও খুন রাহাজানী এগুলো বন্ধ করা হবে।

পানি সম্পদ প্রতিমন্ত্রী আরো বলেন আগমী ৬ মাসের মধ্যে বরিশাল সদর উপজেলার গ্রামগুলোকে শহরে রুপান্তিত করা হবে।

তাই আমরা  সকলেই মিলে দলাদলি ভুলে গিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলার দেশটাকে গড়ে তোলার জন্য ঐক্যবদ্বভাবে এগিয়ে এসে কাজ করার আহবান জানান।

আজ শনিবার (২০ই এপ্রিল) বেলা ১২ টায় বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম.অজিয়র রহমানের সভাপতিত্বে সমাপনিী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ আব্দুর রহিম, বরিশাল পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দিন,বরিশাল মেট্রোপলিটন উপ- পুলিশ কমিশনার (ডিসি ডিবি) মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঞা,বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব।

প্রধান অতিথি পানি সম্পদ প্রতি মন্ত্রী আরো বলেন,আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের দড়বারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটি দেশে পরিনত হয়েছে।

প্রধান মন্ত্রীর সুচিন্তা দেশ পরিচালনায় দেশে একদিকে অর্থনৈতিক প্রবৃদ্বি বেড়েছে তেমনি দেশের গ্রাম-গঞ্জের মানুষ দিন দিন স্বাভলম্ভি হচ্ছে।

অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মোনোয়ার হোসেন।

এর পর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ প্রতি মন্ত্রী মঞ্চে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছ জানান জেলা ডিপুটি সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ হাসান।

স্বাস্থ্য সেবা অধিকার প্রধানমন্ত্রীর অঙ্গীকার এ শ্লোগান নিয়ে গত ১৬ই এপ্রিল থেকে ২০ই এপ্রিল ৫দিনব্যাপি জাতীয় স্বাস্থ্য সেবা কার্যক্রম বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় পালিত হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »