৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫৯

জাতীয় ও আন্তর্জাতিকভাবে উদযাপন করা হবে জাতির পিতার জন্মশতবার্ষিকী -তথ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, এপ্রিল ২১, ২০১৯,
  • 292 সংবাদটি পঠিক হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপ-কমিটির আহবায়ক ও তথ্যমন্ত্রী  ড. হাছান মাহমুদ বলেছেন, ‌’দেশে ও বিদেশে প্রচলিত ও ডিজিটাল গণমাধ্যমের সাহায্যে ব্যাপক প্রচারের মাধ্যমে জাতির পিতার জন্মশতবার্ষিকী জাতীয় ও আন্তর্জাতিকভাবে উদযাপন করা হবে।’ রোববার বিকেলে ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট সম্মেলন হলে উপ-কমিটির প্রথম সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। সভায় উত্থাপিত বিভিন্ন প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে মন্ত্রী ড. হাছান আগামী পাঁচদিনের মধ্যে লিখিত আকারে সেগুলো সদস্য সচিবের কাছে জমা দিতে বলেন। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে জন্মশতবার্ষিকীতে দেশি পত্রিকায় ৪ থেকে ৮ পাতার বিশেষ ক্রোড়পত্র, আন্তর্জাতিক খ্যাতিমান পত্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর বিশেষ নিবন্ধ প্রকাশসহ দেশে বিদেশে আলোচনা সভা অনুষ্ঠান। সভায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি  জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী,  প্রচার উপকমিটির সদস্য সচিব তথ্যসচিব আবদুল মালেক, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী মাশুরা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, জাতীয় প্রেসক্লাব সভাপতি  সাইফুল আলম, বিএফইউজে’র সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, নাগরিক টিভির পরিচালক আব্দুন নূর তুষার, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজে’র মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, দৈনিক আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান, সাংবাদিক রাহুল রাহা, বক্তব্য রাখেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »