সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে গড়ে উঠতে চলেছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। শনিবার হাজারও মানুষের উপস্থিতিতে সেই মন্দিরের শিলান্যাস হল। শিলান্যাস করেন বোচাসনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার মহন্ত স্বামী মহারাজ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরশাহির দু’জন মন্ত্রী এবং রাজ পরিবারের বেশ কয়েকজন সদস্য। এছাড়াও ছিলেন সংযুক্ত আরব আমিরশাহিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নভদীপ সুরিও। তাঁর মাধ্যমেই শুভেচ্ছাবার্তা পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই জায়গাটি বোচাসনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থাকে দান করেছেন সংযুক্ত আরব আমিরশাহির ক্রাউন প্রিন্স শেখ মহম্মদ বিন জায়েদ নিজেই। আর মন্দির নির্মানের পুরো দায়িত্বও দেওয়া হয়েছে ওই সংস্থাকে। কাজের সমস্ত দেখভালও করবে সংস্থাটি। জানা গিয়েছে, আগামী ২০২০ সালের মধ্যেই মন্দির নির্মানের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এমনকি মন্দির নির্মানে রাজস্থান থেকে গোলাপি পাথরও নিয়ে যাওয়া হবে বলে খবর। এদিকে, হিন্দু মন্দির নির্মানের খবর খুশি সেখানে বসবাসকারী হিন্দুরাও। এদিনের অনুষ্ঠানে উপস্থিতও হয়েছিলেন কয়েক হাজার ভক্ত।