২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ১:০১

শ্রীলংকায় বোমা হামলায় পোপের নিন্দা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, এপ্রিল ২১, ২০১৯,
  • 316 সংবাদটি পঠিক হয়েছে

শ্রীলংকায় গির্জা ও হোটেলে বোমা হামলার নিন্দা জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান পোপ ফ্রান্সিস। রোববার ভ্যাটিকানে খোলা ময়দানে ইস্টার সানডের ভাষণে তিনি ওই নিন্দা জানান।

বিবিসি জানায়, সেন্ট পিটার স্কোয়ারে হাজির উপাসনাকারীদের উদ্দেশ্যে পোপ ফ্রান্সিস বলেন, ইস্টারে যেসব খ্রিস্টান ‘শোকপালন করছেন এবং ব্যাথাতুর’ হয়েছেন তাদের প্রতি তিনি সহমর্মী।

শ্রীলংকায় বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০৭ জনে পৌঁছেছে। স্থানীয় সময় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী কলম্বো ও তার আশপাশে মোট আটটি বিস্ফোরণে তারা নিহত হন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা বিকেলে এক সংবাদ সম্মেলনে ২০৭ জনের মৃত্যুর খরব নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত ২০৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪৫০ জনের বেশি। হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলাগুলোর কয়েকটি ছিল আত্মঘাতী বোমা বিস্ফোরণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশজুড় কারফিউ জারি করা হয়েছে। গুজব রোধে ফেসবুক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বার্তা পাঠানোর মাধ্যমগুলো ব্লক সাময়িক ব্লক করে দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »