রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মীরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলো- মীরগঞ্জ কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী জীম, বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এশা খাতুন ও মীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শিপ্রা। এদের মধ্যে জীম ও এশা মীরগঞ্জ ভানুকর গ্রামের জিল্লুর রহমানের সন্তান এবং শিপ্রা জিল্লুর ভাই শহিদুলের ছেলে।
ওসি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে বাঘার মীরগঞ্জ বিওপি ক্যাম্প এলাকার সুফিয়ানের ঘাটে পদ্মা নদীতে তারা গোসল করতে যায়। পানিতে নামার পর প্রথমে এশা ও শিপ্রা ডুবে যায়। তাকে ধরতে গিয়ে জীমও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল জাজিরা বলেন, হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে। বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, নিহতদের দাফনের জন্য পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।