“ ধর্ষন মুক্ত নিরাপদ ধেশ চাই, মা-বোনদের নিরাপত্তা চাই, এ শ্লোগান নিয়ে নারীর প্রতি সহিংসতা রোধ, ফেনির নুসরাত জাহান রাফিকে পুরিয়ে হত্যা, বরিশালের কাকন রানী ধর্ষন,মুন্সিগঞ্জের সেতু মন্ডল,গাজিপুরের সেলিনা গোমেজ এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ সকল সংহিসতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বরিশাল পূজা উদ্যাপন পরিষদ জেলা ও মহানগর কমিটি।
আজ সোমবার (২২ই এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগরীর সদররোডে দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে তারা।
বরিশাল জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মানিক মূখার্জী কুডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর পূজা উদ্যাপন পরিষদ সভাপতি নারায়ন চন্দ্র দে নাড়–,সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু,মহানগর সহ-সভাপতি গোপাল সাহা,জেলা সাধারন সম্পাদক এ্যাড, হিরন কুমার দাস মিঠু, বরিশাল মহিলা পরিষদ সাধারন সম্পাদিক পূষ্প রানী চক্রবর্তী, মহানগর যুগ্ম সম্পাদক কিশোর কুমার দে,হিন্দু বৌদ্ব খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর সম্পাদক জয়ন্ত কুমার দাশ,বিপুল বিহারী হালদার,মহানগর পূজা উদ্যাপন পরিষদ যুগ্ম সম্পাদক সঞ্জয় চক্রবর্তী,জেলা প্রচার সম্পাদক গবিন্দ সাহা, বরিশাল মহা শশ্বান রক্ষা কমিটির সাধারন সম্পাদক তমাল মালাকার,ছাত্র যুব ঐক্যের সহ-সভাপতি অসিত দাস প্রমুখ।
বক্তারা বলেন দেশে দিন দিন আইনের শাষন ব্যবস্থা দূর্বল হয়ে পড়ার কারনেই রাফিকে পুড়িয়ে হত্যা করা সহ ধর্ষনের মত ন্যাকারজনক ঘটনার জন্ম দিচ্ছে।নুসরাতের বিচারের মাধ্যমে এমন দৃষ্টান্ত স্থাপন করা হোক এদেশে আর কোন ধর্ষন,হত্যার মত জগণ্য ঘটনার সৃষ্টি না হয় তার জণ্য প্রধানমন্ত্রী সহ জাতীয় সংসদের সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।