বরিশাল প্রতিনিধি ॥
যথাযোগ্য মর্যাদায় ভাব ও গাম্ভির্যর মধ্যে দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় খ্রীষ্টীয় সম্প্রদায়ের পবিত্র ইষ্টার সানডে বা সুর্যদোয় উৎসব উদযাপন করা হয়েছে। আজ দিবসের তাৎপর্য তুলে ধরে সুর্যোদয়ের আগেই খ্রীষ্ট ধর্মাবলম্বী নারী পুরুষ পরিবারের সকলকে নিয়ে গীর্জায় প্রার্থনায় অংশ গ্রহন করেন। বাগধা ইউনিয়নের নাঘিরপাড় ব্যপ্টিষ্ট চার্চ মাঠ প্রাঙ্গনে প্রার্থনায় অংশ গ্রহন করেন রেভাঃ অসিম বাড়ৈ, জিএস ডিবিসিএস পালক রমল বাড়ৈ, এবিসিএ বরিশাল, অসিম বিশ্বাস, দিলীপ বাড়ৈ, মূল বচন পাঠক ইলেন দীপা অধিকারী, উপদেষ্ঠা নাঘির খ্রীষ্টিয় সমাজ, নাঘিরপাড় চার্চ সাধারেণ সম্পাদক জাকব বাড়ৈ, সাবেক সম্পাদক ইস্হক অধিকারী জন লিটন বাড়ৈ, সঞ্চালক মাইকেল অধিকারী প্রমুখ। এছাড়া উপজেলার গৈলা, রাজিহার, ঐচারমাঠ, বাগধা, জোবারপাড়, ঘোড়ারপাড়, ছবিখারপাড়, কাঠিরা সহ খ্রীষ্টিয় চার্চ সমূহে ইস্টার সানডের উৎসব পালন করা হয়।