ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (মঙ্গলবার) সকালে গুজরাটের আহমেদাবাদে ভোট দেন।
ভোট দেয়ার পর মোদি বলেন, সন্ত্রাসীদের বিস্ফোরক ডিভাইস (আইইডি) থেকে ভোটার আইডি অনেক শক্তিশালী।
তিনি আরো বলেছেন, সন্ত্রাসীদের অস্ত্র হচ্ছে আইইডি এবং গণতন্ত্রের শক্তি হচ্ছে ভোটার আইডি। আমি সুস্পষ্ট করে বলতে পারি আইইডি থেকে ভোটার আইডি অনেক অনেক শক্তিশালী।
মোদি আরো বলেছেন, আমাদের তাই ভোটার আইডির গুরুত্ব বুঝতে হবে।
মঙ্গলবার ভারতের স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৬টা পর্যন্ত। ১৫ রাজ্যের এসব আসনে জয়ের জন্য লড়ছেন ১ হাজার ৬১২ জন প্রার্থী। ভোট দেবেন প্রায় ১৭ কোটি ভারতীয়।
তিন ধাপ মিলিয়ে লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৩০২ আসনে আজ ভোট গ্রহণ শেষ হবে।