প্রকাশিত সংবাদের বিষয়ে বরিশাল ক্যাথলিক চার্চের প্রতিবাদ
অদ্য ২৪/০৪/২০১৯ইং তারিখ “আজকের পরিবর্তন” নামক বরিশালের স্থানীয় সংবাদ পত্রে ১ম পাতায় রোম যখন পুড়ছে বিশপ সুব্রত তখন বাঁশি বাজাচ্ছে” নামক শিরোনামে অতিথি প্রতিবেদক হেনরী স্বপন কর্তৃক ভ্রান্ত, মিথ্যা তথ্যসম্বলিত ও শিষ্টাচার ভঙ্গ সংবাদের প্রতিবাদ ও কাথলিক চার্চের সাধারন খ্রিষ্ট ভক্তদের পক্ষে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রকৃতপক্ষে বরিশাল কাথলিক ডাইওসিসের ইস্টার সানডের পূর্ব নির্ধারিত কর্মসূচী পালনকালে আকস্মিকভাবে বিগত ২১/৪/২০১৯ইং তারিখ শ্রীলংকার রাজধানী কলম্বোর তিনটি গীর্জায় আত্মঘাতি বোমা হামালায় শত শত মানুষের নিহতের সংবাদ শোনার সাথে সাথে বিশ্ববাসির সাথে একাত্ম হয়ে অনুষ্ঠানের শুরুতে নিহতদের আত্মার চির শান্তি, কল্যান কামনায় ০২ মিনিট নিরবতা ও নিহতদের জন্য বিশেষ প্রার্থনা ও বিনম্রশ্রদ্ধা জ্ঞাপন করে বিশপ সুব্রত অনুষ্ঠান শুরু ও সংক্ষিপ্তভাবে সমাপ্ত করেন। কিন্তু হেনরী স্বপন তার ব্যক্তি স্বার্থের সুবিধার্থে উক্ত বিষয় ভিন্ন খাতে প্রভাবিত করার লক্ষ্যে সংবাদ পত্রের কর্তৃপক্ষকে সুকৌশল ভুল বুঝিয়ে সত্যিকারের ঘটনাকে আড়াল করে ভিন্ন পথে প্রভাবিত করে কাথলিক চার্চের ধর্ম যাজকদের সর্ম্পকে ভিত্তিহীন মিথ্যা সংবাদ প্রকাশ করেন। উক্ত সংবাদের ভিতরভাগে আরোও উল্লেখ করেন যে, কাথলিক চার্চের “বিশপ এবং তাহার ফাদার-সিস্টার-ব্রাদারগণ আহম্মক” যাহা কাথলিক ধর্ম বিশ্বাসের অবমাননা করা নেহায়াত অসুস্থ্য মস্তিস্কের প্রলাপ। এহের মিথ্যাচার সংবাদ প্রচার করাতে বরিশালের খ্রিস্টান সম্প্রদায় তথা সকল চার্চের ধর্ম যাজকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রকাশ থাকে যে, ইতিপুর্বেও হেনরী স্বপন তাহার ফেইসবুক আইডিতে ধর্মীয় চার্চের এবং ধর্ম যাজকদের বিরুদ্ধে মিথ্যা সম্বলিত তথ্য দ্বারা খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তিসহ ধর্মীয় অনুভুতিতে আঘাত হানা সত্ত্বেও ধর্ম যাজকগণ উক্ত বিষয়কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। কিন্তু তিনি এতেও পরিবর্তিত না হয়ে পুনরায় মিথ্যাচার সংবাদ প্রচার করে সমগ্র খ্রিষ্টান ধর্মীয় চার্চ তথা খ্রিস্টান সম্প্রদায় এবং ধর্ম যাজকদের অবমাননা করছে। মূলত কাথলিক চার্চ আন্তর্জাতিকভাবে বিশ্বে সুপরিচিত একটি আদি মন্ডলী। বর্তমানে যাহার প্রধান পুন্য পিতা পোপ ফ্রান্সিস। উক্ত কাথলিক চার্চকে অবমাননা করে যে সংবাদ প্রচার হয়েছে তাহাতে কাথলিক চার্চের সুনাম ক্ষুন্নসহ ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং উক্ত সংবাদের সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। ধন্যবাদান্তে ফাদার লাকাভালিয়ের গোমেজ বরিশাল কাথলিক ডাইওসিস ৫নং সদর রোড, বরিশাল। দ.বি ৫১/১৯