সভাপতি ডাঃ হিরন্ময় হালদার, সম্পাদক সুরপতি কেশব
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের অনুমোদিত শ্রী শ্রী হরে কৃষ্ণ নাম হট্ট সংঘের বরিশালের আগৈলঝাড়ার শ্রী শ্রী জগনাৎ মন্দিরের ৫১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের শ্রী শ্রী জগনাৎ মন্দির পরিচালনা কমিটি সাবেক সভাপতি ক্ষিরোদ চন্দ্র হালদারের সভাপতিত্বে ওই মন্দির প্রাঙ্গনে সকল ভক্তবৃন্দের উপস্থিতিতে সর্ব-সম্মতিক্রমে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক, আগৈলঝাড়া দুঃস্থ মানবতার হাসপাতালের পরিচালক ডাঃ হিরন্ময় হালদারকে সভাপতি ঘোষনা করা হয়। ওই সভায় সাধারণ সম্পাদক সুরপতি কেশব দাস, সহ-সম্পাদক অমল অধিকারী ও অনিল হালদার, সাংগঠনিক সম্পাদক সন্টু রঞ্জন সরকার, কোষাধ্যক্ষ শ্রী প্রভু গৌর হরি দাস, প্রচার সম্পাদক শ্রী গুনধাম হরি দাস, সাংস্কৃতিক সম্পাদক দীনেষ কীর্ত্তনীয়াসহ শ্রী শ্রী জগনাৎ মন্দির পরিচালনা কমিটির ৫১ সদস্যর নাম ঘোষনা করা হয়। এ সময় শ্রী শ্রী জগনাৎ মন্দিরের ভক্তবৃন্দসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।