আগৈলঝাড়ায় স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার
আগৈলঝাড়ায় স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
আগৈল ঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের নিরঞ্জন বল্লভের স্ত্রী ও সরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দুই সন্তানের জননী প্রিয়বালা রায় (৪৮) এর ঝুলন্ত লাশ মঙ্গলবার সন্ধায় উদ্ধার করেছে পুলিশ। পিএসআই মো. মিনহাজ উদ্দিন শিক্ষিকা প্রিয় বালার রান্না ঘরের আড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন। শিক্ষিকার রহস্যজনক মৃত্যুর ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, আজ বুধবার সকালে শিক্ষিকার লাশ বরিশাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।