দিনাজপুর বিরলে ভুট্টা ক্ষেত থেকে সুমিত্রা মার্ডি (২৫) নামের এক আদিবাসি মহিলা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে বাড়ীর পাশ্ববর্তী এক ভুট্টা ক্ষেত থেকে এই আদিবাসির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আদিবাসি মহিলার একটা ১০ বছর বয়সি এক কন্যা সন্তান ও একটি ৫ বছর বয়সি পুত্র সন্তান রয়েছে।
নিহত আদিবাসি সুমিত্রা মার্ডি বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের মহেশ সীপপুর গ্রামের বিস্তা মার্ডির স্ত্রী । নিহতের স্বামী বিস্তা মার্ডি ঢাকঢোল বাজিয়ে সংসার পরিচালন করে। বিয়ে বাড়ীতে ঢাকঢোল বাজানোর জন্য বাহিরে থাকায় তাই সে নিজ বাড়ীতে ছিল না বলেও জানা গেছে।
বিরল থানার ওসি গোলাম রসুল জানায়, গত বৃহস্পতিবার বিকালে সুমিত্রা মার্ডি তার একমাত্র ৫ বছর বয়সী ছেলেকে সাথে নিয়ে বাড়ীর পাশ্ববর্তী ভুট্টা ক্ষেতে শাক উঠানোর জন্য যায়। ভুট্টা ক্ষেতের আইলে তার ছেলেকে বসিয়ে রেখে ভুট্টা ক্ষেতের মধ্যে শাক তুলতে যায় সুমিত্রা মার্ডি।
সন্ধ্যা হয়ে যাওয়ার পরও যখন সুমিত্রা মার্ডি ফিরে না আসে তখন তার ৫ বছর বয়সী ছেলে বাড়ী এসে তার মাকে খুজে পাওয়া যাচ্ছে না বাড়ীতে এসে অন্যন্যদেরকে বিষযটি অবহিত করে। পরে বাড়ীর লোকজন সেই ভুট্টা ক্ষেতে অনেক খোজা খুজির পরও সুমিত্রা মার্ডিকে খুঁজে না পেয়ে বাড়ী চলে আসে।
আজ শুক্রবার সকাল ৯ টার দিকে সুমিত্রা মার্ডির লাশ ভুট্টা ক্ষেতে দেখার পর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থল থেকে আদিবাসি সুমিত্রা মার্ডির লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলেও জানিয়েছেন।
তিনি আরোও জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আদিবাসি মহিলাকে শ্বাস রুদ্ধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে বিরল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও তিনি জানিয়েছেন।