৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ১০:১৪

কমিশনের নজিরবিহীন সিদ্ধান্ত, রাজ্যে চতুর্থ দফার ভোটে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, এপ্রিল ২৬, ২০১৯,
  • 280 সংবাদটি পঠিক হয়েছে

রাজ্যে চতুর্থ দফার ভোটে একশো শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। বুথের বাইরেও ভোটারদের নিরাপত্তার দায়িত্ব থাকবে বাহিনীর হাতে। গুরুত্বের বিচারে লোকসভা আসনের তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্ত রাজনৈতিক বার্তারই কি ইঙ্গিত? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

রাজ্যে ভোট যত এগোচ্ছে, ততই কেন্দ্রীয় বাহিনী বাড়াচ্ছে নির্বাচন কমিশন। প্রথমে ঠিক হয়েছিল, শুধুমাত্র আসানসোলেই থাকবে একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী। পরবর্তী ক্ষেত্রে চতুর্থ দফায় একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে যত জওয়ান প্রয়োজন, তার চেয়েও বেশি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নজিরবিহীনভাবে বুথের বাইরেও ভোটারদের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনীকে।

চতুর্থ দফার ভোটের আগে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যে আটটি কেন্দ্রে ভোট হচ্ছে, গুরুত্বের বিচারে তার একটি তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় সবার ওপরে আসানসোল ও বীরভূম।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »