মনোনয়ন জমার সময় বরিষ্ঠ নেতার পা ছুঁয়ে প্রণাম করে নরেন্দ্র মনে অনেকের মন কাড়লেন৷ মোদির এই ব্যবহার শুধুমাত্র দলের কর্মীদের কাছে বাহবা কুড়ালেন না, সাধারণের কাছেও যা প্রশংসিত হল৷ মনোনয়ন জমা দেওয়ার সময় শরিক দলের নেতা প্রকাশ সিং বাদলের পা ছুঁয়ে আর্শীবাদ নিলেন মোদি৷
তিনি দেশের প্রধানমন্ত্রী৷ নিজের জায়গা ধরে রাখতে মরিয়া তিনি৷ সেই লড়াইয়ে জিততে কোন কসুরই তিনি ছাড়ছেন না৷ দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, চলছে তার রোড শো৷ সাধারণের সঙ্গে দেখা করছেন তিনি৷ কারণ তিনিই দলের মুখ৷ তাকে ছাড়া অন্য কোনও প্রার্থীকে দলের মুখ হিসেবে ব্যবহার করে না দল৷ শুক্রবারই মোদি বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন৷ দলের শীর্ষ নেতারা উপস্থিত তো ছিলেনই সঙ্গে শরিক দলের প্রধান রাও উপস্থিত ছিলেন৷ মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি অকালি দলের প্রধান প্রকাশ সিং বাদলের পায়ে হাত দিয়ে প্রণাম করেন৷ মোদির থেকে বয়সে অনেকটাই বড় প্রকাশ সিং বাদল৷ ৯৩ বছরের এই নেতাকে এভাব সম্মান জানানোর ফলে প্রকাশ সিং বাদল বেজায় খুশি৷ শুধু অকালি দলের প্রধানকেই নয়,মনোনয়নে বিজেপি প্রস্তাবক ৯২ বছরের অন্নপূর্ণা শুক্লাকেও পায়ে ছুঁয়ে প্রণাম করেন মোদি৷
মোদির এই আচরণের ফলে তাকে বাহবা দিতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা৷ এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে যায় তুলনা৷ কংগ্রেস দলের সঙ্গে তুলনা টানছেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ সেখানে দেখা গিয়েছে যে উঁচুপদে থাকার ফলে অনেক বয়স্ক নেতাও রাহুল বা সোনিয়ার পা ছুঁয়ে প্রণাম করছে৷ এই নিয়েই৷ এভাবেই দলের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপির কর্মীরা৷