মুনমুন কিংবা ইমরান কেউ কোনোদিন নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে বলেননি। তাদের সম্পর্ক নিয়ে ফিসফাস ছিল চড়া মাত্রায় কিন্তু তারা কোনোদিন টু শব্দটি করেননি। মুনমুন যখন বলিউডে সেক্সি অভিনেত্রী হিসেবে দাগ কেটেছেন তখন ইমরান তার খ্যাতির মধ্যগগনে। ভারত-পাক সিরিজ মানেই সেই সময় এটাই ছিল দস্তুর যে বলিউডের সুন্দরী নায়িকারা হামলে পড়বেন পাকিস্তানের সুদর্শন ক্রিকেটারদের ওপর। ইমরান ছিলেন সেই সময় সবচেয়ে সেরা আকর্ষণ। তখনই তার সঙ্গে মুনমুনের ঘনিষ্ঠতা নিয়ে প্রচুর কাহিনী ছড়িয়ে পড়ে প্রচার মাধ্যমে। কিন্তু এত এত দিন পরে মুনমুন নিজে মুখে বললেন, ইমরান তার ভালো বন্ধু।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনী প্রচারে এভাবে জাতীয়তাবাদ আর পাকিস্তান বিরোধীতাকে তিনি ভালো চোখে দেখছেন না। এই প্রসঙ্গে ইমরান সম্পর্কে তিনি বলেন, ইমরান আমার খুব ভালো বন্ধু। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভারত-পাক সম্পর্কের উন্নতির স্বার্থে তিনি পাক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন কিনা। উত্তরে মুনমুন বলেন, দেশে অনেক প্রাঞ্জ রাজনীতিবিদ আছেন। আমার মনে হয় না, সেরকম কোনও দায়িত্ব আমাকে দেওয়া হবে। তবে প্রয়োজন হলে আমি অবশ্যই ওর সঙ্গে কথা বলবো।
একফাকে মোদিরও প্রশংসা করেন মুনমুন। বলেন, আন্তর্জাতিক দুনিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করতে প্রধানমন্ত্রীর তৎপরতা অনেকটাই কাজে এসেছে। একইসঙ্গে মোদির সমালোচনা করে তিনি বলেন, বাইরের সাফল্য এলেও দেশের ভেতর কিন্তু বেকারি দূর করা কিংবা কর্মসংস্থান সৃষ্টি করার মতো কাজ গুলোতে ব্যর্থ হয়েছেন মোদি। নিজের জয় সম্পর্কে আশাবাদী মুনমুন বলেছেন, আসানসোলের মানুষের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছেন তিনি। ফলে জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী।