শ্রীলংকায় গির্জা ও নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বরিশাল খ্রিস্টান এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করেন।
এ্যাসোসিয়েশনের সভাপতি নরবাট দিপু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ফাদার নেতা পাল প্রহিত, ফাদার মাইকেল মিলন দেওরী, জেসিকা অধিকারী, লিন্টু হালদার, প্রেমানন্দ বিশ্বাস, রবিন বল্লভ, হিন্দু নেতা রনজিৎ দত্ত, বাসদ জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, শওকত হোসেন বাদল, তনুশ্রী মালাকার ও খ্রিস্টান এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলবাট রিপন বল্লভ।
এসময় বক্তারা গির্জা ও মসজিদে পৃথক বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানানোর পাশাপাশি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।