বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে
বুধবার বেলা ১১টার দিকে নগরীর সিঅ্যান্ডবি রোড থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে অন্য একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক সোহেল রাঢ়ীসহ অন্যরা। বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত এবং তাদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।