এবার মমতার বক্তব্যের রিপোর্ট চাইল কমিশন। বৃহস্পতিবার সিউড়ির জনসভায় ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী তা জানতে চাইল নির্বাচন কমিশন। রিপোর্ট তলব করা হল জেলা প্রশাসনকে।Ads code goes here
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সিউড়ির জনসভায় অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে মমতা বলেন, ‘অল্প ধমকে, চমকে ভোট কর’। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় হিংসায় মদত দেওয়ার অভিযোগ আনে বিজেপি। এই মর্মে তারা কমিশনের কাছে কড়া চিঠি দেয়। তারপরেই আজ জেলা প্রশাসনের কাছে মমতার বক্তব্যের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।