২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:০১

মুসলিম ভেবে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দিলেন চালক, আহত ৮

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, এপ্রিল ২৮, ২০১৯,
  • 279 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক:: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মুসলমান ভেবে একদল লোকের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছেন এক ব্যক্তি। শুক্রবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

সানফ্রান্সিসকোর কাছের সান্নিভ্যালির পুলিশ জানায়, ঈসায় পিপলস নামের ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি তার সামনে পড়া কেবল একটি পরিবারকেই লক্ষ্যবস্তু বানিয়েছিলেন। এখন তার বিরুদ্ধে হেটক্রাইম বা বিদ্বেষপ্রসূত অপরাধের মামলা করা হয়েছে।

এক বিবৃতিতে সান্নিভ্যালির পাবলিক সিকিউরিটি জানিয়েছে, ওই ব্যক্তি জাতিগত বিদ্বেষের কারণে একটি পরিবারকে টার্গেট করে গাড়ি উঠিয়ে দিয়েছেন। তারা ধারনা ছিল, তারা মুসলমান পরিবার।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার গাড়ি উঠিয়ে দেয়ায় একই পরিবারের তিন সদস্যসহ আট পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে বাবা, তার ছেলে ও মেয়ে রয়েছেন। কিন্তু তাদের পরিবার ও জাতীয়তা এখনো প্রকাশ করা হয়নি।

তবে ওই চালক সাবেক সেনা কর্মকর্তা জানিয়ে তার আইনজীবী দাবি করছেন, মানসিক অসুস্থতার দরুণই তার মক্কেল এমন অপরাধ করেছেন। কাজেই তার মানসিক চিকিৎসা দরকার। সুত্র: এনডিটিভির

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »