সিউড়ির সভায় কেষ্টকে ‘ধমকে, চমকে’ ভোট করতে বলেন মমতা। আজ সেই প্রসঙ্গে মুকুল রায় বললেন, ‘গোটা রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়।’ মুকুলের মতে, ‘শুধু অনুব্রতর বীরভূমেই বিষয়টা আটকে নেই।’ বিজেপির শীর্ষ নেতা আরও বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী তো বাইরে থাকে, বুথের ভেতরে পাহারার নামে যারা থাকছে তারা আগে ছিল সিপিএমের দাস, এখন তৃণমূলের দলদাস।
প্রসঙ্গত, শনিবার বীরভূমের দুবরাজপুরে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলের হয়ে প্রচার নামেন মুকুল রায়। অংশ নেন রোড শোয়ে। তারই মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল বলেন, ‘অপেক্ষা করুন। এবার সুনামি আসছে। ধুয়েমুছে সাফ হয়ে যাবে তৃণমূল।’