গত ২৩-৪-১৯ রোজ মঙ্গল বার বেলা ১১ টায় মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী _মিতু রানী (১৬)কে অপহরন করে বখাটে আল-আমিন গাজী, পিতাঃ রুপ গাজী, গ্রামঃ বড়ইবুনিয়া ইউনিয়নঃ গোলখালী থানাঃগলাচিপা জেলাঃপটুয়াখালী।
এই ঘটনায় গতকাল মুন্সীগঞ্জ থানায় অভিযোগ দাখিল করা হয়েছে এবং এখনও পর্যন্ত মিতু রানীকে খুঁজে পাওয়া যায় নি। এই ঘটনায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ে আতঙ্ক বিরাজ করছে।
অবিলম্বে মিতু-কে উদ্ধারের দাবী জানিয়েছে হিন্দুদের বিভিন্ন সংগঠন । এবং অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।