শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের মূলহোতা জাহরান হাশিমের বাবা ও দুই ভাই শ্রীলঙ্কার সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। রবিবার সংবাদসংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছে পুলিশের একটি সূত্র ও আত্মঘাতি হামলাকারীদের আত্মীয়রা।
জানা গেছে, তারা যে বাড়িতে ঘাঁটি গেড়ে লুকিয়ে ছিল, শুক্রবার সেখানে পুলিশ ও সেনাবাহিনী অতর্কিত অভিযান চালায়। তীব্র গোলাগুলির পর মৃত্যু হয় জাইনি হাশিম, রিলওয়ান হাশিম ও তাদের বাবা মোহামেদ হাশিমের।
‘কাফের’দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ডাক দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া ভিডিওতে নিহত তিনজনকে দেখা গিয়েছিলো। শুক্রবার এই তিনজন-সহ বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে মোট ১৫ জনের।
ইস্টারে হামলার সন্দেহভাজন রিংলিডার জাহরান হাশিমের শ্যালক নিয়াজ শরিফ রয়টার্সকে জানিয়েছেন, ভিডিও জাহরানের দুই ভাই ও বাবাকে দেখা গিয়েছে। পুলিশ সূত্রেরও দাবি, শুক্রবার যে তিনজনের মৃত্যু হয়েছে তাদেরই ওই ভিডিওতে দেখা গিয়েছে।
ইস্টারে হামলার পর থেকে শ্রীলঙ্কায় জারি রয়েছে রেড অ্যালার্ট। দেশজুড়ে ১০,০০০ সেনা মোতায়েন রয়েছে। সন্ত্রাসীদের খোঁজে চলছে জোর তল্লাশি। বিস্ফোরণের পর থেকে শতাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সিরিয়া ও ইজিপ্টের বাসিন্দারাও।