কয়েক ঘণ্টার মধ্যেই ১২ হাজারেরও বেশি ভারতীয় দেখেছেন ভিডিওটি। একই সঙ্গে লাইক ও রিটুইটের ঝড় বইতে থাকে। পাশাপাশি পাল্লা দিয়ে পড়তে থাকে কমেন্ট। ক্ষমতাসীন বিজেপির (ভারতীয় জনতা পার্টি) বিরুদ্ধে তার লড়াই সর্বজনবিদিত। গত ১১ এপ্রিল শুরু হওয়া দেশটির ১৭তম লোকসভা নির্বাচন সামনে রেখে দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানিয়েছেন তিনি। প্রায় প্রতিদিনই বিজেপিকে পরাস্ত করতে না পারলে দেশ রক্ষা করা সম্ভব নয় বলে হুশিয়ার করেছেন। সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ থেকেই বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাতে শোনা গেল।
প্রকৃতপক্ষে এমন আহ্বান মমতা জানাননি বলে দাবিকরেন মমতা সমর্থকরা । প্রযুক্তির সহায়তায় তার মুখে এমন কথা বসিয়ে দেয়া হয়েছে। গত মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পর রাত ৯টার দিকে বিজেপির টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়। সঙ্গে লিখে দেয়া হয়Ñ ‘বিজেপির জন্য ভোট চেয়ে আবেদন করেছেন মমতা। এই প্রথম নির্বাচনী প্রচারণায় কোন যুক্তিসঙ্গত একটি মন্তব্য করলেন তিনি। তাই দিদিকে ধন্যবাদ।’ এর কয়েক ঘণ্টার মধ্যেই ১২ হাজারেরও বেশি ভারতীয় দেখে ফেলেন ভিডিওটি। লাইক ও রিটুইট ও কমেন্টের ঝড় বইতে থাকে। ভিডিওটি দেখার প্রতিক্রিয়ায় কেউ কেউ লেখেন- বিজেপি প্রতি ভারতীয়র মোদিকে ভোট দেওয়া উচিৎ । আবার কেউ লেখেন- মমতা ব্যানার্জির দম্ভ শেষ। নিজেদের নামের আগে ‘চৌকিদার’ (পাহারাদার) লেখাটা বিজেপি সমর্থকরা প্রায় অভ্যাসে পরিণত করেছেন ইতোমধ্যেই। এমনই এক বিজেপি সমর্থক অচিন্ত্য কুমার ঘোষ লেখেন- ‘দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এনডিএতে (ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স) আসতে চান তাহলে আপনাকে আমরা স্বাগত জানাব।’