খুন, ধর্ষণ, অগ্নিসন্ত্রাসের মতো সামাজিক অনাচারের বিচার দ্রুত এবং কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরিয়া আইন সংশোধন না করে পৈতৃক সম্পত্তিতে ছেলে- মেয়ের সমান অধিকার নিশ্চিতের তাগিদও দিয়েছেন তিনি। রবিবার জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে এ হুঁশিয়ারি ও তাগিদ দেন প্রধানমন্ত্রী।
জাতীয় আইনগত সহায়তা দিবসের এবারের প্রতিপাদ্য- ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো কাজের স্বীকৃতি হিসেবে তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় স্বাধীন বিচার ব্যবস্থার বিকল্প নেই। এসময় প্রধানমন্ত্রী সম্পত্তি ভাগে, ছেলে-মেয়ের সমান অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনসংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো জানান, গেল ১০ বছরে লিগ্যাল এইডের আওতায় সহায়তা পেয়েছে প্রায় চার লাখ মানুষ। আর মামলা নিষ্পত্তি হয়েছে এক লাখেরও বেশি।