বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন, সংগ্রামসহ সব ধরনের চেষ্টা চলছে। তবে সব সময় সব আন্দোলন সফল হয় না- এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক কাউন্সিলে তিনি বলেন, এখনকার রাজনৈতিক পরিস্থিতি অতীতের যে কোন সময়ের চেয়ে ভিন্ন।
বৈশ্বিক রাজনীতিও একটা বড় প্রশ্নের মুখে। গণতন্ত্রের মুখোশে একনায়কতন্ত্র চলছে কিনা, কল্যাণ রাষ্ট্র আর অর্থনৈতিক সাম্য সম্ভব কি-না ; এসব প্রশ্ন দেখা দিচ্ছে আজ। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিচার বিভাগ, প্রশাসন, গণমাধ্যম সবকিছুর ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। সাংবাদিকদের বিভক্ত করেছে।